বিএসএমএমইউ থেকে নারীর মরদেহ উদ্ধার
প্রকাশ | ১৮ ডিসেম্বর ২০১৮, ১৪:৪৯
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে শাহানাজ বেগম লিলি (৪০) নামে এক রোগী আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। লিলি কিশোরগঞ্জের করিমগঞ্জ এলাকার রফিকুল ইসলামের স্ত্রী।
১৮ ডিসেম্বর (মঙ্গলবার) ভোরে এ ঘটনা ঘটে।
বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারের আবদুল্লাহ আল হারুন জানান, ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত লিলি হাসপাতালের ক্যান্সার বিভাগের এফ-ব্লকের পাঁচ তলায় ভর্তি ছিলেন। ঘটনাটি ঘটার পর হাসপাতাল থেকে পুলিশে খবর দেয়া হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, ফল কাটার ছুরি দিয়ে নিজের গলাকেটে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহননের পথ বেছে নিতে পারেন ঐ নারী। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এ সম্পর্কে বিস্তারিত বলা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।