আনসার কমান্ড্যান্টের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০১৮, ২১:৫৪

জাগরণীয়া ডেস্ক

মেহেরপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট আব্দুর রশিদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে উঠেছে।

আনসার দলনেত্রীরা উপস্থিত সাংবাদিকদের বলেন, মেহেরপুরে দুই বছর আগে আনসার কমান্ড্যান্ট হিসেবে যোগ দেন অভিযুক্ত রশিদ।  এরপর থেকে তিনি শুধু তরুণী সদস্যদের কাজে নেন। তারপর যথেচ্ছাভাবে তাদের যৌন হয়রানি করতেন এবং পদোন্নতির প্রলোভন দেখিয়ে শান্ত রাখতেন। এভাবেই এতদিন চলছিল। গত ৫ ডিসেম্বর দুই দলনেত্রীকে যৌন হয়রানির চেষ্টা করলে তারা প্রতিবাদ করেন। এরপর শুক্রবার তারা সকলে সংগঠিত হয়ে এর প্রতিবাদ করেন।

আনীত আভিযোগ ষড়যন্ত্রমূলক উল্লেখ করে সাংবাদিকদের কমান্ড্যান্ট রশিদ আরও বলেন, আমার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির যে লিখিত অভিযোগ করছে সেটা পরিকল্পিত। তারা আমাকে ফাঁদে ফেলে মেহেরপুর ছাড়া করতে চায়।

কিন্তু কেন তার বিরুদ্ধে সকলে ষড়যন্ত্রে নেমেছে-সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমান জানান, ১৪ ডিসেম্বর (শুক্রবার) যৌন হয়রানির ঘটনার প্রতিবাদে আনসার সদস্যরা কমান্ড্যান্ট আব্দুর রশিদকে তার অফিসকক্ষে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে।

তিনি আরও জানান, দুইজন দলনেত্রী তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে লিখিত অভিযোগ দিয়েছেন। আনসার সদস্যরা কমান্ড্যান্টের দ্রুত বদলি চেয়েছেন। পুলিশ অভিযোগ আমলে নিয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত