গুগল সার্চে খালেদা জিয়া-হিরো আলম
প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০১৮, ১৩:৪৮
২০১৮ সালে বাংলাদেশ থেকে যেসব বিষয় খোঁজা হয়েছে গুগলে, তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে গুগল ট্রেন্ডসের ওয়েবসাইটে। কোন বিষয়টি বা কাকে খোঁজা হয়েছে, তার ভিত্তিতে ‘সার্চেস’, ‘পিপল’ ও ‘মুভিজ’— এই তিনটি ক্যাটাগরিতে তালিকা প্রকাশ করা হয়েছে।
তালিকায় ‘পিপল’ ক্যাটাগরিতে যে দশ জনের নাম উঠে এসেছে সেখানে বাংলাদেশের মধ্যে রয়েছেন খালেদা জিয়া ও হিরো আলম। তালিকায় যথাক্রমে ৯ ও ১০ নম্বরে অবস্থান করছেন এই দুই জন। তালিকায় ১ নম্বরে রয়েছেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্দা গ্রাবার কিতারোভিচ। ২০১৮ সালের অনুষ্ঠিত রাশিয়া বিশ্বকাপ ফুটবলে স্টেডিয়ামে বিশেষ করে ফাইনাল ম্যাচে উপস্থিত হয়ে বাংলাদেশিদের মধ্যে সাড়া ফেলেন তিনি। ঠিক তার নিচে দুই নম্বরে অবস্থান করছেন দক্ষিণী অভিনেত্রী ও মডেল প্রিয়া প্রকাশ। ব্রু এর নাচন দেখিয়ে যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলেছিলেন। তৃতীয় অবস্থানে আছেন ব্রিটিশ নববধূ মেগান মার্কেল।
‘পিপল’ ক্যাটাগরিতে এক নজরে শীর্ষ ১০-
ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্দা গ্রাবার কিতারোভিচ
দক্ষিণী অভিনেত্রী ও মডেল প্রিয়া প্রকাশ
ব্রিটিশ নববধূ মেগান মার্কেল
পর্নো তারকা মিয়া খলিফা
বলিউড তারকা সানি লিওন
ফ্রান্স ফুটবল তারকা এমবাপ্পে
পর্নো তারকা মিয়া মালকোভা
বলিউড তারকা প্রিয়াঙ্কার চোপড়ার বর নিক জোনাস
বিএনপি প্রধান খালেদা জিয়া ও
হিরো আলম
‘সার্চেস’ ক্যাটগরিতে বাংলাদেশ থেকে খোঁজা শীর্ষ ১০ হলো-
ক্রিকবাজ
ওয়ার্ল্ড কাপ
এসএসসি রেজাল্ট
এইচএসসি রেজাল্ট
লাইভ ফুটবল
আইপিএল
এশিয়া কাপ
বাংলাদেশ ভার্সেস জিম্বাবুয়ে
ফোরএক্স ব্রুয়েরি ব্রিসবেন ও
বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া।
‘মুভিজ’ ক্যাটাগরিতে এ বছর বাংলাদেশে থেকে বেশি সার্চ হয়েছে-
থাগস অব হিন্দুস্তান
অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়্যার
টাইগার জিন্দা হ্যায়
রেস-৩
বাগি-২
সাঞ্জু
ব্ল্যাক প্যানথার
দ্য নান
হেট স্টোরি-৪ ও
ভেনম।
উল্লেখ্য, ২০১৭ সালেও বাংলাদেশকে নিয়ে এই তিনটি ট্রেন্ড প্রকাশ করেছিল গুগল। সে বছর বাংলাদেশ থেকে গুগল সার্চে শীর্ষে ছিলেন অভিনেত্রী সাবিলা নূর।