শেরপুরেও চালু হলো মানবতার দেয়াল

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০১৮, ২২:১৬

জাগরণীয়া ডেস্ক

দেশের অন্যান্য জেলার মতো শেরপুরেও চালু হলো মানবতার দেয়াল।

শেরপুরের কয়েকজন তরুণের উদ্যোগে শহরের বটতলায় পৌরসভার গেইটের বিপরীত পাশে তৈরি করা হয়েছে এই মানবতার দেয়াল।

‘আপনার অপ্রয়োজনীয় বস্ত্র রেখে যান, প্রয়োজনীয় বস্ত্র এখান থেকে নিয়ে যান’-এমনই লেখনী দিয়ে দেয়ালে ঝুলানো হ্যাঙ্গারে থরে থরে সাজানো রয়েছে প্যান্ট, শার্ট, গেঞ্জি, শীতের কাপড়। সমাজের দরিদ্র বা নিম্নবিত্তদের জন্য অনেকেই নিজের অপ্রয়োজনীয় কাপড় ঝুলিয়ে যাচ্ছেন মানবতার দেয়ালে।

মানবতার দেয়ালের উদ্যোক্তারা বলেন, ‘তারুণ্যের জয় হোক, মানবতাবোধ জাগ্রত হোক’-এই স্লোগানকে ধারণ করে যাত্রা শুরু করেছে শেরপুরের মানবতার দেয়াল। শুধু রাষ্ট্র তথা সরকারের পক্ষে দেশের এত সমস্যার সমাধান করা সম্ভব নয়। যেকোনো জাতীয় সমস্যা সমাধানে প্রয়োজন ব্যক্তির স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ। ব্যক্তির সম্মিলিত প্রচেষ্টাই পারে এধরণের উদ্যোগকে সফল করতে। আর এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে তরুণ সমাজ।

শেরপুর পৌরসভার ১৫০ বছর পূর্তি উপলক্ষে শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন মানবতার দেয়ালের উদ্বোধন করেন। এসময় সমাজকর্মী রাজিয়া সামাদ ডালিয়া, জনউদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত