ভিকারুননিসা স্কুলের প্রভাতী শাখার প্রধানকে অব্যাহতি

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১৮, ১৭:০০

জাগরণীয়া ডেস্ক

নবম শ্রেনীর ছাত্রীর আত্মহত্যার ঘটনায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রভাতী শাখার প্রধান জিনাত আরাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ প্রসঙ্গে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস বলেন, জিনাত আরাকে স্কুল কর্তৃপক্ষ ও ম্যানেজিং কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। একইসঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর (সোমবার) দুপুরে রাজধানীর শান্তিনগরের নিজ বাসায় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে নবম শ্রেনীর ছাত্রী অরিত্রী। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল (ঢামেক) কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরীক্ষায় অসদুপায় অবলম্বন করেছে এমন অভিযোগ এনে অরিত্রীর বাবাকে স্কুলে ডেকে অপমান করা হয়। বাবার অপমান সহ্য করতে না পেরে আত্মহননের পথ বেছে নেয় অরিত্রী। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত