ভিকারুননিসা ছাত্রী আত্মহত্যা

‘প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা’

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১৮, ১৪:২৪

জাগরণীয়া ডেস্ক
ভিকারুননিসা ছাত্রী অরিত্রী অধিকারী

স্কুলের শিক্ষকের কথায় অপমানে ছাত্রীর আত্মহত্যার ঘটনাটি অত্যন্ত মর্মবেদনাদায়ক। এ ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন, প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে-বললেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

তিনি বলেন, একজন শিক্ষার্থী কতটা অপমানিত হলে, কতটা কষ্ট পেলে আত্মহত্যার মতো পথ বেছে নেয়? ঘটনা এবং ঘটনার পিছনের কারণ খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

৪ ডিসেম্বর (মঙ্গলবার) বেলা সাড়ে ১১টার দিকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস পরিদর্শনে এসে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ একথা বলেন। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মন্ত্রীর গাড়ি অবরোধ করে ‘উই ওয়ান্ট জাস্টিস’শ্লোগান দেয়। এসময় শিক্ষার্থীদের শ্লোগানের মুখে শিক্ষামন্ত্রী গাড়ি থেকে বের হয়ে এসে শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে কথা বলেন এবং বিচারের আশ্বাস দেন। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত