ভিকারুননিসা ছাত্রীর আত্মহত্যার ঘটনায় দুই কমিটি গঠন

প্রকাশ | ০৪ ডিসেম্বর ২০১৮, ১২:৪১

অনলাইন ডেস্ক

বাবাকে ডেকে অপমান করায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেনীর ছাত্রীর আত্মহত্যার ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

৪ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে সচিবালয়ে এ কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

তদন্ত কমিটির মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ঢাকা আঞ্চলিক অফিসের পরিচালক মো. ইউসুফকে প্রধান করে মাউশির ঢাকা আঞ্চলিক অফিসের উপ-পরিচালক শাথাওয়াত হোসেন ও ঢাকা জেলা শিক্ষা অফিসার বেনজীর আহমেদকে নিয়ে এ তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

এ প্রসঙ্গে গণমাধ্যমকে শিক্ষামন্ত্রীকে বলেন, কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।

এদিকে, শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তিন সদস্যের পৃথক কমিটি গঠন করেছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষও। আগামী ৩ কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদনের প্রেক্ষিতে শিক্ষার্থী মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস।

উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর পরীক্ষায় অসুদপায় অবলম্বনের অভিযোগ এনে অভিভাবককে ডেকে অপমান করায় আত্নহননের পথ বেছে নেয় রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী অরিত্রী অধিকারী।