ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বার মৃত্যু

প্রকাশ | ০৩ ডিসেম্বর ২০১৮, ১৫:১৮ | আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৮, ১৫:২১

অনলাইন ডেস্ক

পাবনার ঈশ্বরদীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে সাথী খাতুন (২১) নামে এক অন্তঃসত্ত্বার মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূ ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের মন্ত্রীমোড় সংলগ্ন রতন কারিগরের ছেলে সোহান হোসেনের স্ত্রী।

৩ ডিসেম্বর (সোমবার) সকালে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় সাথীর মৃত্যু হয়।

ওই গৃহবধূর পরিবারের সদস্যদের বরাত দিয়ে সাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতলেবুর রহমান জানান, সাথী-সোহান দম্পতি রাতে ঈশ্বরদী ইপিজেডের একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন এবং মোটরসাইকেলে যাতায়াত করে। গত ২ নভেম্বর আনুমানিক রাত ৮ টার দিকে অফিস ছুটির পর তারা পাকশী- পাবনা বগামিয়া রোডের কাছাকাছি নজুর মুদির দোকানের সামনে দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলের পেছন থেকে সাথী ছিটকে পড়েন এবং ঐ রাস্তায় শ্যালো ইঞ্জিনচালিত একটি করিমন তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন সাথী। পরে তাকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে তার মৃত্যু হয়। 

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, দুর্ঘটনার সংবাদ পেয়েছি। তবে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্হা নেয়া হবে।