গোপালগঞ্জে যৌতুক না দেয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০১৮, ২১:০৯

জাগরণীয়া ডেস্ক

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কলিগ্রাম থেকে যৌতুকের কারণে মিতালী হালদার (২১) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। মিতালী ওই গ্রামের তাপস বাড়ৈর স্ত্রী।

১ ডিসেম্বর (শনিবার) সকালে নিজ ঘরের আড়া থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মিতালীর ভাই অশোক অভিযোগ করেন, তিন বছর আগে ওই গ্রামের তাপস বাড়ৈর সঙ্গে বিয়ে হয় মিতালির । বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে মিতালীকে তার শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করে আসছিলেন। গত ৩০ নভেম্বর মিতালির শ্বশুরবাড়ি থেকে আরও ৩ লাখ টাকা যৌতুক দাবী করা হয়। টাকা দিতে অস্বীকার করায় মিতালিকে শারিরীক নির্যাতন করে হত্যা করা হয় এবং পরে তার মরদেহ ঘরের আড়ায় ঝুলিয়ে রাখা হয়। এখন মিতালি আত্মহত্যা করেছে বলে তার শ্বশুরবাড়ির লোকজন অপপ্রচার চালাচ্ছে। 

এ ঘটনায় তিনি হত্যা মামলা দায়ের করবেন বলে জানান। 

উপজেলার সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই মহিদুল ইসলাম জানান, ঐ গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত