আরও তিন শিল্পীকে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
প্রকাশ | ৩০ নভেম্বর ২০১৮, ১৫:৩১ | আপডেট: ৩০ নভেম্বর ২০১৮, ১৫:৩৫
বিনোদন জগতের আরও তিন শিল্পীর চিকিৎসার জন্য প্রত্যেককে ৫ লাখ টাকা করে অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা অনুদান পেয়েছেন তারা হলেন- চলচ্চিত্র ও নাট্য অভিনেত্রী মিনু মমতাজ, নাট্য অভিনেত্রী আইরিন অধিকারী এবং ডাবিং শিল্পী খেয়া ইসলাম। এদের মধ্যে- মিনু মমতাজ কিডনী এবং চোখের সমস্যায় ভুগছেন। আইরিন অধিকারী মেরুদণ্ডের হাড় ও পেটে টিউমার রোগে ভুগছেন এবং খেয়া ইসলাম ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত।
২৯ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুরে এই তিন শিল্পীকে মোট ১৫ লাখ টাকা অনুদান দিয়ে সহায়তা করলেন প্রধানমন্ত্রী।
তাদের সহায়তার জন্য চলতি নভেম্বরের শিল্পী ঐক্য জোটের শিল্পী ঐক্য জোটের সভাপতি ও অভিনেতা ডি এ তায়েবের পরামর্শে প্রধানমন্ত্রী বরাবর আবেদন করা হয়েছিল।
সম্প্রতি আফজাল শরীফ, ড্যানি রাজ, প্রবীর মিত্র, কুদ্দুস বয়াতি, রেহানা জলি, নূতন ও সর্বশেষ চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেনের চিকিৎসার জন্য মোটা অংকের টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।