যুবক হত্যা মামলায় শাশুড়ি-পুত্রবধূসহ ৩ জনের যাবজ্জীবন

প্রকাশ : ২৯ নভেম্বর ২০১৮, ১৬:৪৫

জাগরণীয়া ডেস্ক

কুষ্টিয়ায় পাঁচ বছর আগে খায়রুল নামে এক যুবককের হত্যা মামলায়  শাশুড়ি-পুত্রবধূসহ একই পরিবারের তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডিতরা হলেন- ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া হিসনাপাড়া গ্রামের নাগর মিস্ত্রীর ছেলে আব্দুল মান্নান, তার স্ত্রী মেরিনা খাতুন এবং মা মর্জিনা খাতুন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি হযরত আলীকে খালাস দেওয়া হয়েছে।

২৯ নভেম্বর (বৃহস্পতিবার) কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী এ রায় ঘোষণা করেন। 

মামলার বিররণে বলা হয়, ২০১৩ সালের ২৪ অগাস্ট দুপুরে ভেড়ামারার সাতবাড়িয়া হিসনাপাড়া গ্রামে শাহিন নামে এক ট্রলি চালক স্থানীয়দের হাতে মারধরের শিকার হন। 
খবর পেয়ে শাহিনের বাড়ি লোকজন ঘটনাস্থলে গেলে তাদেরও মারধর করা হয়। এতে শাহিনের ছোট ভাই খায়রুল গুরুতর আহত হন এবং হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত খায়রুলের বড়ভাই আমিরুল ইসলাম বাদী হয়ে চারজনের বিরুদ্ধে ভেড়ামারা থানায় হত্যা মামলা করেন। 

২০১৫ সালে ১৭ জানুয়ারি তদন্ত শেষে পুলিশ সব আসমির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত