বখাটের আঘাতে স্কুলছাত্রীর মৃত্যু
প্রকাশ | ২৭ নভেম্বর ২০১৮, ১৮:৫৭
রাজধানীর গোপীবাগে সোহেল (২৫) নামে এক বখাটের ধারালো অস্ত্রের আঘাতে শারমিন (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। ২৭ নভেম্বর (মঙ্গলবার) বিকেল সাড়ে ৩টার দিকে গোপীবাগের রেললাইনের পাশে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা ওই বখাটেকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। বর্তমানে বখাটে সোহেল পুলিশ প্রহরায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন নুর রশিদ জানান, নিহত শারমিন পরিবারে সঙ্গে সূত্রাপুর কে এম দাসলেন এলাকায় থাকতো এবং স্থানীয় একটি স্কুলের ১০ম শ্রেণির ছাত্রী। বখাটে সোহেল দীর্ঘদিন ধরে শারমিনকে উত্ত্যক্ত করতো। আজ বিকেলে শারমিন একা বাসা থেকে বের হলে রেললাইনের কাছে ওই বখাটে শারমিনের ঘাড়ে বঁটি দিয়ে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে বঁটি জব্দ করা হয়েছে।
এসআই আরো জানান, ময়না তদন্তের জন্য মরদেহ মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।