আমজাদ হোসেনের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

প্রকাশ : ২০ নভেম্বর ২০১৮, ১৫:৫০

জাগরণীয়া ডেস্ক

বাংলা চলচ্চিত্রের স্বনামধন্য চলচ্চিত্র ব্যক্তিত্ব অসুস্থ আমজাদ হোসেনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০ নভেম্বর (মঙ্গলবার) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেনের ছেলে সোহেল আরমান। সাথে ছিলেন পরিচালক এস এ হক। এসময় প্রধানমন্ত্রী গুণী শিল্পী আমজাদ হোসেনের শারীরিক অবস্থা অবগত হন এবং চিকিৎসার দায়িত্ব নেন। 

পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। 

চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেন বর্তমানে রাজধানীর তেজগাঁওয়ে ইমপালস হাসপাতালে ভর্তি রয়েছেন।

আমজাদ হোসেন বাংলাদেশের একজন বিশিষ্ট অভিনেতা, লেখক এবং চলচ্চিত্র নির্মাতা। তিনি ১৯৬১ সালে হারানো দিন চলচ্চিত্রে অভিনয় দিয়ে চলচ্চিত্রে আগমন করেন। পরে তিনি চলচ্চিত্র নির্মাণে মনোনিবেশ করেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র আগুন নিয়ে খেলা। এছাড়া তিনি নয়নমনি (১৯৭৬), গোলাপী এখন ট্রেনে (১৯৭৮), ভাত দে (১৯৮৪) চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে সর্বমহলে প্রশংসিত হন। চলচ্চিত্র জগতে তার অসামান্য কৃতিত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার এ ভূষিত করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত