যৌতুকের কারণে ডেন্টাল শিক্ষার্থীকে নির্যাতন করলো প্রভাষক
প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৮, ১৭:৪১
যৌতুকের কারণে এবার অমানুষিক নির্যাতনের শিকার হতে হলো ডেন্টাল কলেজের এক শিক্ষার্থীকে। তৃষা দেবনাথ নামে ঐ শিক্ষার্থীকে মেরে, চোখে-মুখে মারাত্মক জখম করেছে পাষণ্ড স্বামী দিপু দেবনাথ।
গত ১৩ নভেম্বর (মঙ্গলবার) একটি বেসরকারী ডেন্টাল কলেজের শিক্ষার্থী তৃষা দেবনাথ অভিযোগ করেন, ১৮ জানুয়ারি ২০১৮ তে পারিবারিকভাবে বিয়ে হয় দিপু-তৃষার। কিন্তু বিয়ের পর থেকেই স্বামীর অবহেলার শিকার হয়েছেন তৃষা।
সম্প্রতি পূজা উপলক্ষে শ্বশুরবাড়ীতে গিয়ে নির্যাতনের শিকার হন তৃষা। ৭ লক্ষ টাকা যৌতুক দাবী করেন তার স্বামী গাজীপুরের কাজী আজিমউদ্দিন কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক দিপু দেবনাথ।
এসময় তৃষা তার স্বামীকে জানান, বিয়েতে অনেক টাকা খরচ হয়েছে, এখনও পড়াশোনা,বাসাভাড়া,খাওয়া খরচ সব আমার বাবা মা দেয়। এখন বাবা মার পক্ষে এত টাকা দেওয়া সম্ভব না।
একথা শুনে তৃষাকে মাটিতে ফেলে চোখে-মুখে, মাথায় মারাত্নক জখম করেন পাষণ্ড স্বামী।
তিনি আরও অভিযোগ করে, বিয়ের পর থেকে স্বামী দিপু তৃষার কোন ভরনপোষণ দিচ্ছেন না। বিয়ের আগে দিপু তাকে দেখে পছন্দ করেন ঠিকই কিন্তু বিয়ের পর থেকে তৃষাকে আর তিনি সহ্য করতে পারছেন না, চালাচ্ছেন শারিরীক ও মানসিক নির্যাতন।