রোহিঙ্গা প্রত্যাবাসন স্থগিত করার আহবান জাতিসংঘের

প্রকাশ : ১৪ নভেম্বর ২০১৮, ১২:০৯

জাগরণীয়া ডেস্ক

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল বাশেলেট রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া স্থগিতের আহবান জানিয়েছেন। খবর রয়টার্স এর। 

স্থানীয় সময় ১৩ নভেম্বর (মঙ্গলবার) জেনেভা থেকে দেয়া এক বিবৃতিতে তিনি আহবান জানান। 

মিশেল বাশেলেট তার বিবৃতিতে বলেন, শরণার্থীদের বলপূর্বক ফেরত পাঠানো হলে তা হবে ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’। উপযুক্ত পরিবেশ তৈরি হওয়ার আগে রোহিঙ্গা জনগোষ্ঠীকে রাখাইনে ফেরত পাঠানো হলে তাদের জীবন ফের ঝুঁকিতে পড়তে পারে।

এদিকে, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চুক্তির ভিত্তিতে আগামী ১৫ নভেম্বর থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হওয়ার কথা। দুই দেশের সিদ্ধান্ত অনুযায়ী এরই মধ্যে ফেরত যাওয়া রোহিঙ্গাদের তালিকা তৈরি করা হয়েছে।  প্রথম ধাপে ২২৬০ জন রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার। প্রতিদিন ১৫০ জন করে আগামী ১৫ দিনে এই তালিকার রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে। 

উল্লেখ্য, ২০১৭ সালের আগাস্টে রাখাইনে রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নে সীমান্তে পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে সাত লাখের বেশি রোহিঙ্গা। তাদের কক্সবাজারের কয়েকটি কেন্দ্রে আশ্রয় দিয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তায় জরুরি মানবিক সহায়তা দিয়ে আসছে বাংলাদেশ সরকার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত