আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকান্ডের ঘটনায় শিশুর মৃত্যু

প্রকাশ : ১২ নভেম্বর ২০১৮, ১৬:০১

জাগরণীয়া ডেস্ক

ঢাকার আশুলিয়ায় গ্যাস সংযোগের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধের ঘটনায় দেড় বছরের শিশু আয়েশারও মৃত্যু হয়েছে। শিশু আয়েশাসহ এই ঘটনায় এ নিয়ে ৪ জন মারা গেছেন। 

এর আগে চিকিৎসাধীন অবস্থায় ৩ নভেম্বর ৯৬ শতাংশ দগ্ধ নিয়ে দাদী হাসিনা বেগম, ৫ নভেম্বর ৬০ শতাংশ নিয়ে দাদা আরব আলী এবং ৬ নভেম্বর ৮৮ শতাংশ নিয়ে বাবা আ. রউফের মৃত্যু হয়। এ ঘটনায় শিশুটির মা রিপা আক্তার ৭ শতাংশ দগ্ধ হয়। তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। 

১১ নভেম্বর (রবিবার) বিকেল ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আয়েশার মৃত্যু হয়।

ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আয়েশার শরীরের ৩২ শতাংশ দগ্ধ হয়েছিলো। মরদেহ মর্গে রাখা হয়েছে।

 গত ২ নভেম্বর ভোরে আশুলিয়ার জামগড়া এলাকায় দোতলা বাসার নিচতলায় গ্যাস পাইপ লাইন লিকেজ থেকে আগুনে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত