একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২৩ ডিসেম্বর

প্রকাশ : ০৮ নভেম্বর ২০১৮, ১৯:৪৫

জাগরণীয়া ডেস্ক

আগামী ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

৮ নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টায় সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা জাতির উদ্দেশে দেয়া ভাষণে নির্বাচনের এই দিন ঘোষণা করেন।

কেএম নূরুল হুদা বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতা সামনে রেখে একাদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের সময়সূচি ঘোষণা করছি।

তিনি বলেন, আমরা সংবিধান সমুন্নত রাখার জন্য শপথ নিয়েছি। সংবিধান মোতাবেক ২৮ জানুয়ারি ২০১৯ সালের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে।

দেশের সবচেয়ে গুরত্বপূর্ণ এ কার্যক্রম, জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনায় আপনাদের সহযোগিতা, সাহায্য ও সমর্থন কামনা করি। জাতির আকুল আগ্রহের এ জায়গায় সবাইকে নিয়ে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করতে সফল হবো, ইনশাআল্লাহ।

উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত