প্রধানমন্ত্রীকে আবারও সংলাপের চিঠি দেবে ঐক্যফ্রন্ট

প্রকাশ : ০৩ নভেম্বর ২০১৮, ২২:৫০

জাগরণীয়া ডেস্ক

ক্ষমতাসীন দলের সঙ্গে আবারো সংলাপে বসতে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে আবারও চিঠি দেয়া হবে-বললেন বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের নতুন মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ৪ নভেম্বর (রবিবার) সকালে এ চিঠিটি পাঠানো হবে উল্লেখ করেছেন তিনি।

৩ নভেম্বর (শনিবার) রাতে মতিঝিলে ড. কামালের চেম্বারে বৈঠকের পর উপস্থিত সাংবাদিকদের ঐক্যফ্রন্টের নতুন মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ হয়। সেখানে আলোচনা হয়, ৭ দফা দাবির প্রেক্ষিতে স্বল্প পরিসরে আবারও সংলাপ হতে পারে৷ এবিষয়েই প্রধানমন্ত্রীকে আরেকটি চিঠি দেয়া হবে আগামীকাল৷ যেহেতু তিনি বলেছিলেন, সংলাপ স্বল্প পরিসরে আরো চলতে পারে।

এর আগে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও নাগরিক ঐক্য’র আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, এখন থেকে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাতে মতিঝিলে ড. কামালের চেম্বারে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত