‘আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই’

প্রকাশ : ০২ নভেম্বর ২০১৮, ২২:৩৮

জাগরণীয়া ডেস্ক

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের ২৩ নেতার সঙ্গে সংলাপে বসেছেন বিকল্পধারা বাংলাদেশের নেতৃত্বাধীন জোট যুক্তফ্রন্ট এর ২১ নেতা। ২ নভেম্বর, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় গণভবনে এ সংলাপ শুরু হয়। 

যুক্তফ্রন্টের পক্ষ থেকে অংশ নেয়া নেতাদের মধ্যে বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী, গোলাম সারোয়ার মিলন, আবদুর রউফ মান্নান, ইঞ্জিনিয়ার মুহম্মদ ইউসুফ, সহসভাপতি মাহমুদা চৌধুরী, মাহবুব আলী, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক এবং নির্বাহী মাজহারুল হক শাহ চৌধুরী উপস্থিত ছিলেন।

সংলাপের শুরুতে যুক্তফ্রন্টের নেতাদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘গণভবন জনগণের ভবন। আপনারা এখানে এসেছেন, এ জন্য ধন্যবাদ।’

এরপর সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘অনেক ঘাত–প্রতিঘাত ও বাধা অতিক্রম করে আমরা গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখছি। জনগণের কল্যাণে কাজ করছি। দেশ এগিয়ে যাচ্ছে। এই উন্নয়নের ধারা অব্যাহত থাকুক, এটাই আমরা চাই। গণতান্ত্রিক ধারা বজায় থাকলে দেশের মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারে, আমরা সেই সুযোগ সৃষ্টি করতে চাই।’

তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে চায়। জনগণ যেন তাদের নেতৃত্ব খুঁজে নিতে পারে, সেটাই আমাদের লক্ষ্য।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত