৫৬ জেলায় ৩২১টি প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রকাশ | ০১ নভেম্বর ২০১৮, ১২:৫৫
১০২টি উপজেলায় শতভাগ বিদ্যুৎ নিশ্চিতকরণ কর্মসূচির অংশ হিসেবে আরও সাতটি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া বিদ্যুৎ সম্পর্কিত দু’টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তিনি।
নতুন সাতটি বিদ্যুৎকেন্দ্র হলো-বড়পুকুরিয়া ২৭৫ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র, ব্রাহ্মণগাঁও ১০০ মেগাওয়াট এইচএসডিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, আওরাহাটি ১০০ মেগাওয়াট এইচএসডিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, কড্ডা ১৪৯ মেগাওয়াট এইচএফওভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, পানগাঁও ৩০০ মেগাওয়াট এইচএসডিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, সিরাজগঞ্জ ১৪১ মেগাওয়াট ডুয়েল ফুয়েল কম্বাইন সাইকেল বিদ্যুৎকেন্দ্র এবং টেকনাফ ২০ মেগাওয়াট সোলার বিদ্যুৎকেন্দ্র।
১ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সাতটি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধনসহ মোট ২০টি মন্ত্রণালয়ের ৫৬টি জেলায় ৩২১টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও প্রধানমন্ত্রী নৌকা মার্কায় ভোট চেয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা বলেন, ‘তৃণমূলের প্রকৃত উন্নয়নে অসমাপ্ত কাজ সম্পন্ন করতে চাই আমরা। আগামী দিনে এসে যেন উন্নয়ন প্রকল্পগুলোর কাজ আমরা শেষ করতে পারি, সেজন্য আবারও ভোট চাইবো।’
ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী চট্টগ্রাম বন্দর, সিডিএ, গণপূর্ত মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থার ১৪টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন।
এসব প্রকল্পের মধ্যে রয়েছে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হল, চট্টগ্রাম বন্দরের ৩টি গ্যান্ট্রি ক্রেন, বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ এমভি বাংলার জয়যাত্রা, সিডিএ’র সিটি আউটার রিং রোড, চট্টগ্রামের চার উপজেলা- সাতকানিয়া, চন্দনাইশ, আনোয়ারা ও রাঙ্গুনিয়ায় শতভাগ বিদ্যুতায়ন। এছাড়াও চট্টগ্রাম আদালত চত্বরে স্মৃতিসৌধ, বাঁশখালী ফায়ার স্টেশন, বাঁশখালী আদালত ভবন, রাঙ্গুনিয়া উপজেলা শিল্পকলা একাডেমি, সীতাকুণ্ড উপজেলা প্রশাসনিক ভবন এবং চট্টগ্রাম টেক্সটাইল ইনস্টিটিউট ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এ সময় চট্টগ্রামে ৫টি প্রকল্পের ভিত্তি স্থাপনও করেন প্রধানমন্ত্রী। এসব প্রকল্পের মধ্যে আছে-বে টার্মিনাল নির্মাণ, কেএফডি লিমিটেড আধুনিকায়ন, বিএমআরআই প্রকল্প, পটিয়ায় দুগ্ধ কারখানা এবং সীতাকুণ্ড জুট মিলস আধুনিকায়ন।