স্পিকারের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন বার্নিকাট

প্রকাশ : ৩১ অক্টোবর ২০১৮, ১৪:৪৮

জাগরণীয়া ডেস্ক

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট বিদায়ী সাক্ষাৎ করেছেন।

৩১ অক্টোবর (বুধবার) দুপুরে সংসদে স্পিকারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় বাংলাদেশে অবস্থানকালীন সময়কে মধুর উল্লেখ করে বিদায়ী রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট বলেন,  এ দেশের জনগণের আতিথেয়তায় আমি মুগ্ধ। শিল্প-সংস্কৃতিতে বাংলাদেশ অত্যন্ত সমৃদ্ধ। সংগীত ও সংস্কৃতিকে পুঁজি করে বাংলাদেশ পর্যটন শিল্পে সম্ভাবনার উজ্জ্বল দ্বার উন্মোচন করতে পারে। 

এ সময় সফলতার সাথে প্রায় চার বছর বাংলাদেশে দায়িত্ব পালন করায় স্পিকার রাষ্ট্রদূতের ভূমিকার প্রশংসা করেন।

স্পিকার বলেন, ২৩জন সরাসরি নির্বাচিতসহ সংরক্ষিত ৫০জন মোট ৭৩ জন নারী সংসদ সদস্য দশম সংসদে ভূমিকা রেখেছেন। নারী অগ্রযাত্রায় তা মাইলফলক। ভবিষ্যতে নেতৃত্ব ও রাজনীতিতে নারীর অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন স্পিকার।

মার্শিয়া বার্নিকাট সফলভাবে জাতীয় সংসদ পরিচালনা করায় স্পিকারকে অভিনন্দন জানান। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত