ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে ভোলায় নারী নেত্রীর মামলা

প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৮, ১৫:৩৮

জাগরণীয়া ডেস্ক

মামলা দায়েরের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ভোলা জেলা মহিলা যুবলীগ আহ্বায়ক খাদিজা আক্তার স্বপ্না

নারী সাংবাদিক মাসুদা ভাট্টিকে চরিত্রহীনা বলায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভোলা জেলা মহিলা যুবলীগ আহ্বায়ক খাদিজা আক্তার স্বপ্না।

২২ অক্টোবর (সোমবার) দুপুরে ভোলার অতিরিক্ত জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে ৫০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন ওই নারী নেত্রী।

মামলাটি আমলে নিয়ে জুডিশিয়াল তদন্তের নির্দেশ দিয়েছেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মো. সানাউল হক। ২৫ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার জন্যও নির্দেশ দেয়া হয়।

মামলা দায়েরের পর বাদী খাদিজা স্বপ্না জানান, ব্যারিস্টার মইনুল কেবল মাসুদা ভাট্টিকেই অসম্মান করনেনি। তিনি গোটা নারী জাতিকে অসম্মান করেছেন। তার উপযুক্ত শাস্তির দাবিতেই তিনি মামলাটি করা হয়েছে।

বাদীর পক্ষে অ্যাডভোকেট সোহেব জানান, ৫০০ ও ৫০৯ ধারায় মামলাটি করা হয়। তারা আশাবাদী জুডিশিয়াল তদন্ত শেষে আসামির উপযুক্ত সাজার আদেশ পাব।

এদিকে ভোলার বিভিন্ন নারীবাদী সংগঠনগুলো ব্যারিস্টার মইনুলের শাস্তির দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন বলে জানান নারী নেত্রী রেহানা ফেরদৌস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত