চাঁদপুরে পৃথক ঘটনায় রাজু-মিনার মৃত্যু

প্রকাশ | ২২ অক্টোবর ২০১৮, ২২:৫৫

অনলাইন ডেস্ক

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নে ও গর্ন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়নে পৃথক ঘটনায় পানিতে ডুবে রাজু ও মিনা নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

২২ অক্টোবর (সোমবার) বিকালে উপজেলার বাকিলা ইউনিয়নের স্থানীয় চতন্তর গ্রামের হাওলাদার বাড়ির পুকুরের পানিতে ডুবে রাজু (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত রাজু ওই বাড়ির আলামিন হাওলাদারের ছেলে।

নিহতের মা হাছিনা বেগম জানান, পরিবারের সবার অলক্ষ্যে খেলতে থাকা রাজু হঠাৎ নিখোঁজ হয়। চারদিকে খোঁজাখুঁজির একপর্যায়ে রাজুকে পুকুরের পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একই দিন সকালে পানিতে ডুবে মিনা (২) নামের এক শিশুর মারা যায়। উপজেলার গর্ন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়নের স্থানীয় পাচুঁই গ্রামের দক্ষিণ গাজী বাড়ির পুকুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মিনা ফরিদগঞ্জ উপজেলার স্থানীয় দিগধাইর গ্রামের পাটওয়ারী বাড়ির দুলাল পাটওয়ারীর মেয়ে।

নিহতের পরিবার জানায়, মামার বাড়িতে বেড়াতে আসা মিনা খেলতে খেলতে নিখোঁজ হয়। পরে মিনাকে পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জয়নাব বানু দুই শিশুর মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।