নারী সাংবাদিকদের প্রতি প্রতিবাদের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশ | ২২ অক্টোবর ২০১৮, ২১:২০

অনলাইন ডেস্ক

৭১ টিভির একটি লাইভ অনুষ্ঠানে নারী সাংবাদিক মাসুদা ভাট্টির এক প্রশ্নের জবাবে তাকে ‘চরিত্রহীন’ বলে নোংরা ভাষায় ব্যারিস্টার মইনুল হোসেনের মন্তব্যের প্রেক্ষিতে এবার মুখ খুললেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাম্প্রতিক সৌদি আরব সফর নিয়ে ২২ অক্টোবর (সোমবার) বিকেলে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি নারী সাংবাদিকদের বলতে চাই, আপনারা নারীরা কি করেন? আপনারা প্রতিবাদ করেন। আইনশৃঙ্খলা বাহিনী যা করার করবে।

শেখ হাসিনা বলেন, তাকে হাইকোর্ট ৫ মাসের জামিন দিয়েছে। সেখানে আমার তো কিছু করার নেই।

তিনি বলেন, আপনারা তাকে প্রশ্ন করেন তিনি কিভাবে একজন নারী সাংবাদিকের বিরুদ্ধে এত জঘন্য কথা বলেন।