গঠিত হলো ‘গুজব শনাক্তকরণ সেল’

প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৮, ১৬:২৩

জাগরণীয়া ডেস্ক

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ঠেকাতে ‘গুজব শনাক্তকরণ সেল’ গঠন করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।

৯ অক্টোবর (মঙ্গলবার) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে এক সভায় এ তথ্য জানান তিনি।  

এ প্রসঙ্গে তথ্য প্রতিমন্ত্রী বলেন, গুজবের কারণে সাম্প্রদায়িক সম্প্রতি ক্ষুণ্ন হয়, রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত এবং রাষ্ট্র বিব্রতকার অবস্থায় পড়ে যায়। এ সেলের কাজ হচ্ছে কোনটি গুজব সেটা শনাক্ত করে মিডিয়াকে অভিহিত করা যে, এটি গুজব। এগুলো আসলে গুজব কি-না সেটা নির্ধারণে আইন শৃঙ্খলাবাহিনীর লোকজন সংশ্লিষ্ট অঞ্চলে গিয়ে নিশ্চিত হবে।

তিনি বলেন, আমরা যদি মনে করি তথ্য অধিদপ্তরের এ সেলের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য আরও একটি কমিটি গঠন করা প্রয়োজন। তাহলে আরও একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে।

তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমানকে প্রধান করে ৯ সদস্যের সেল চলতি মাসে তাদের কার্যক্রম শুরু করবে। সভায় এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা  উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত