শপথ নিলেন তিন বিচারপতি

প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৮, ১৩:৫৮

জাগরণীয়া ডেস্ক

সদ্য নিয়োগ পাওয়া তিন বিচারপতি আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন। 

৯ অক্টোবর (মঙ্গলবার) সকাল সাড়ে ১০ টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তাদের শপথ বাক্য পাঠ করান।

নবনিযুক্ত তিন বিচারপতি হচ্ছেন- বিচারপতি জিনাত আরা, বিচারপতি আবু বকর সিদ্দিকী ও বিচারপতি মো.নূরুজ্জামান। এ নিয়োগের ফলে আপিলের দ্বিতীয় নারী বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন বিচারপতি জিনাত আরা। এর আগে প্রথম নারী বিচারপতি ছিলেন নাজমুন আরা সুলতানা।

এর আগে গত ৮ অক্টোবর হাইকোর্ট বিভাগের তিন বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। এ নিয়ে আপিল বিভাগে এখন বিচারপতির সংখ্যা হলো সাতজন। আগে আপিল বিভাগে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ চার বিচারপতি ছিলেন। অন্যরা হলেন- বিচারপতি ইমান আলী, হাসান ফয়েজ সিদ্দিকী ও মির্জা হোসেইন হায়দার।

সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল ড. জাকির হোসেনের পরিচালনায় শপথ অনুষ্ঠানে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত