ট্রলার ডুবি: লাশ উদ্ধার ৫, নিখোঁজ ২
প্রকাশ | ০৬ আগস্ট ২০১৬, ১২:২৬ | আপডেট: ০৬ আগস্ট ২০১৬, ১৮:৪৩
রাজবাড়ীর কালুখালী উপজেলার হরিনবাড়ীয়া বাজার ব্রিজের কাছে ট্রলার ডুবির ঘটনায় শিশুসহ পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও ২ জন।
শনিবার (০৬ আগস্ট) ভোরে ঘটনাস্থল থেকে নদীর দুইকিলোমিটার ভাটি থেকে মরদেহ চারটি উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহতরা হলেন- হালিমন বেগম (৬০), ফরিদা বেগম (২৫) মো. রাজু (০৮), বেগম (৩৭) এবং রাহুল (০৬), এছাড়া হাসনা (৫) ও দুলাল (৩৬) নিখোঁজ রয়েছেন।
তাদের গ্রামের বাড়ি জেলার পাংশা থানার চর রামনগর এবং কালুখালী থানার আলেকদিয়া গ্রামে।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম ফকির ঘটনাস্থল থেকে জানান, শুক্রবার (০৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে হরিণবাড়িয়া বাজার থেকে ২০-২২ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা সাদারচর এলাকায় যাচ্ছিল। ট্রলারটি বাজারের সেতুর কাছে প্রবল স্রোতের কারণে ডুবে যায়। ওই সময় নৌকার অন্য যাত্রীরা সাঁতরে উপরে উঠে এলেও ৭ জন নিখোঁজ থাকেন। নিখোঁজ ৭ জনের মধ্যে ৫ জনের লাশ শনিবার সকালে উদ্ধার করা হয়।