৫ বছরে ধর্ষণের ঘটনা ঘটেছে ৩৭১৯টি
প্রকাশ | ০৭ অক্টোবর ২০১৮, ১৫:২২
গত ৫ বছরে দেশে ৩ হাজার ৭১৯ নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছেন বলে জানিয়েছেন মানবধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
সম্প্রতি আসক এর দেয়া এক রিপোর্ট থেকে জানা যায়, গত ৫ বছরে একক ধর্ষণের শিকার হয়েছেন ২ হাজার ২৯২ জন। আর গণধর্ষণের শিকার হয়েচেন ০১ হাজার ৮ জন এবং ধর্ষণের ধরণ জানা যায়নি ১১৫ জনের। যা গড় করলে দেখা যায় প্রতিদিন ২ জন নারী ও শিশু ধর্ষণ ও গণধর্ষণের শিকার হয়।
রিপোর্টে আরও বলা হয়, ২০১৪ সালে একক ধর্ষণ হয়েছেন ৩৮৭ জন, গণধর্ষিত হয়েছেন ২১৮ জন, ধর্ষণের ধরণ জানা যায়নি ৩১ জনের। ২০১৫ সালে একক ধর্ষিত হয়েছেন ৪৮৪ জন, গণধর্ষিত হয়েছেন ২৪৫ জন ও ধর্ষণের ধরণ জানা যায়নি ২৩ জনের। ২০১৬ সালে একক ধর্ষিত হয়েছেন ৪৪৪ জন, গণধর্ষণের শিকার হয়েছেন ১৯৭ জন ও ধর্ষণের ধরণ জানা যায়নি ১৮ জনের। ২০১৭ সালে একক ধর্ষিত হয়েছেন ৫৯০ জন, গণধর্ষিত হয়েছেন ২০৬ জন ও ধর্ষণের ধরণ জানা যায়নি ২২ জনের এবং ২০১৮ সালের আগস্ট মাস পর্যন্ত একক ধর্ষিত হয়েছেন ৩৮৭ জন, গণধর্ষণের শিকার হয়েছেন ১৫২ জন ও ধর্ষণের ধরণ জানা যায়নি ২১ জনের।
সরকারি-বেসরকারি কিংবা বর্তমানে ডিজিটাল অনেক কার্যক্রম রয়েছে চলমান নারীদের সহিংসতার হাত থেকে রক্ষা করার জন্য। তা স্বত্ত্বেও প্রতিদিনই দেশের কোথাও না কোথাও নারী-শিশু ধর্ষণের শিকার হচ্ছেন।