চিকিৎসার জন্য বিএসএমএমইউতে খালেদা
প্রকাশ | ০৬ অক্টোবর ২০১৮, ১৬:২০
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেয়া হয়েছে।
৬ অক্টোবর (শনিবার) ৩ টা ৪১ মিনিটে খালেদা জিয়াকে বিএসএমএমইউ'তে নেওয়া হয়েছে।
এর আগে ৩টা ১১ মিনিটে তিনি ডিএমপির সাদা রংয়ের প্রাইভেটকারে করে কারাগার থেকে বের হন।
জানা গেছে, বিএসএমএমইউ’র ভিভিআইপি ৬১১ ও ৬১২ নম্বর কক্ষ আগে থেকে প্রস্তুত রাখা হয়েছে। এবং সেখানেই বিএসএমএমইউ'র মেডিসিন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মো আব্দুল জলিল চৌধুরীর নেতৃত্বে চিকিৎসা দেয়া হবে । এদিকে হাইকোর্টের নির্দেশনা অনুসারে আগের চিকিৎসা বোর্ড পরিবর্তন করে খালেদা জিয়ার জন্য পাঁচ সদস্যের নতুন বোর্ড প্রস্তুত করেছে বিএসএমএমইউ কর্তৃপক্ষ।
বিএসএমএমইউ'র কেবিন ব্লকের নিচে শীর্ষ নেতাসহ বিএনপি নেতাকর্মীদের ভিড় করতে দেখা গেছে। বিপুল পরিমাণ পুলিশ মোতায়েনের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।