মোহাম্মদপুরে গ্যাসের আগুনে মা-ছেলে দগ্ধ
প্রকাশ | ০১ অক্টোবর ২০১৮, ১০:২৫
রাজধানীর মোহাম্মদপুরে গ্যাসের আগুনে তাছমিম বিনতে আজিজ (২৮) নামে এক নারী ও তার চার বছরের শিশু তানজিম দগ্ধ হয়েছেন।
তারা মোহাম্মদপুরের ইঞ্জিনিয়ার শেখ নাসির উল ইসলামের স্ত্রী ও ছেলে। ইঞ্জিনিয়ার নাসির তার পরিবারকে নিয়ে মোহাম্মদপুর থানার মোহাম্মদীয়া হাউসিং লিমিটেড রোড নম্বর-১ এলাকার পাঁচতলা বাড়ির ২য় তলায় থাকেন।
২৯ সেপ্টেম্বর (শনিবার) দিনগত রাত ১০টার দিকে এ ঘটনাটি ঘটে। দ্রুত তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
এ বিষয়ে ইঞ্জিনিয়ার নাসির বলেন, ঘটনার সময় তাছমিম তানজিমকে নিয়ে একটি রুমে ছিল। পাশের রুমে ছিলাম আমি। হঠাৎ একটি শব্দ শুনে গিয়ে দেখতে পাই ওদের শরীরে আগুন লেগে গেছে। ওই রুমের মধ্যে ছোট্ট স্টোররুম আছে। সেখান থেকে প্রায় সময় গ্যাসের গন্ধ পাওয়া যেতো। ধারণা করা হচ্ছে, ওইখানে জমে থাকা গ্যাসে থেকেই আগুনের সূত্রপাত। পরে তাদের হাসপাতালে নিয়ে আসি।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বলেন, মা ও তার সন্তান উভয়েরই ২৭ শতাংশ পুড়ে গেছে। অবস্থা গুরুতর।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনের সূত্রপাত কীভাবে হলো তা খতিয়ে দেখা হচ্ছে।