ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহতের ঘটনায় মানববন্ধন-সমাবেশ
প্রকাশ | ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৪৬
টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নাফিজা নিহতের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৯ সেপ্টেম্বর (শনিবার) করটিয়া আবেদা খানম গার্লস হাই স্কুল এন্ড কলেজ, এইচ এম ইন্সিটিউট স্কুল এন্ড কলেজ ও বাজার কমিটির উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। বিচার দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলটি করটিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারের চত্বরে সমবেত হয়।
সমাবেশের বক্তারা বলেন, করটিয়া বাজারের সকল অবৈধ দোকান পাট উচ্ছেদ করাসহ ঘাতক চালকের ফাঁসি দিতে হবে। প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সকল প্রকার মালবাহী ট্রাক চলাচল বন্ধ রাখতে হবে। রাস্তার পাশে অবৈধভাবে গাড়ি রাখা চলবে না। নাফিজার পরিবারকে সরকারিভাবে সর্বোচ্চ সহযোগিতা দিতে হবে। যাত্রী ছাউনী ব্যবস্থার পাশাপাশি নিয়মিত ট্রাফিক পুলিশের ব্যবস্থা দিতে হবে।
বিক্ষোভ চলাকালে উত্তেজিত ছাত্ররা বাজারের অবৈধ দোকান ভেঙ্গে দেয় এবং সকল অবৈধ দোকান ২ দিনের মধ্যে উচ্ছেদ করা না হলে বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দেয়।
উল্লেখ্য, ২৭ সেপ্টেম্বর করটিয়ায় স্কুলছাত্রী নাফিজা ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনার স্থলে নিহত হয়।