ডিজিটালি কার্যালয় চালাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১৫:১২
![](/assets/news_photos/2018/09/28/image-16987.jpg)
দেশের বাইরে অবস্থান করেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল পদ্ধতিতে তার কার্যালয়ের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান এখানে সাংবাদিকদের বলেন, নিউইয়র্কে কর্মব্যস্ততা সত্ত্বেও প্রধানমন্ত্রী ডিজিটালি তার কার্যালয় চালাচ্ছেন এবং এ পর্যন্ত তিনি ১৬টি জরুরি ফাইল ছেড়েছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছার পর থেকে ১৬টি গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক ফাইল (ই-ফাইল) ছাড় করেছেন। এর আগে তিনি তার যুক্তরাষ্ট্রে অবস্থানকালে সকল গুরুত্বপূর্ণ ফাইল তার কাছে পাঠিয়ে দেয়ার নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগদান উপলক্ষে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আগামী ১ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।