১০ দিনের নবজাতককে হত্যার অভিযোগ
প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৯:০৯
অনলাইন ডেস্ক
মাগুরা সদর উপজেলার নিশ্চিতপুর গ্রামে ১০ দিনের নবজাতককে (মেয়ে) ডোবায় ফেলে হত্যা করার অভিযোগ উঠেছে।
শিশুটির চাচা রহমত আলী বলেন, গত ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় ঘর থেকে হঠাৎ করেই হারিয়ে যায় ১০ দিনের কন্যাশিশুটি।
অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে মাগুরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ২৬ সেপ্টেম্বর দুপুরে প্রতিবেশীরা বাড়ির পাশের ডোবায় শিশুটিকে ভাসতে দেখে খবর দেন। এসময় শিশুটিকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাগুরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ বিশ্বাস জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।