পীরগঞ্জে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেপ্তার ৪
প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৮, ১৪:১২
রংপুরের পীরগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের মামলায় নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন পীরগঞ্জের খয়েরবাড়ী গ্রামের এনছার আলী (৩৫), ধর্ষণে সহায়তা করায় তার স্ত্রী জয়নব বেগম (৩০), ধনাশালা গ্রামের মাদ্রাসা শিক্ষক এন্তাজ আলী (৩৮) ও খোলাহাটী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মিষ্টি ব্যবসায়ী মিঠু মিয়া (৩৬)।
গত ১৯ সেপ্টেম্বর (বুধবার) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
এ প্রসঙ্গে পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম জানান, মঙ্গলবার রাতে ধর্ষণের শিকার ঐ নারী নিজেই বাদী হয়ে পীরগঞ্জ থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। এ ঘটনায় আরেক আসামি আমিনুল পলাতক রয়েছেন।
মামলার নথির বরাত দিয়ে ওসি রেজাউল করিম বলেন, গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় পূর্ব পরিচয়ের সূত্র ধরে পীরগঞ্জ উপজেলার খয়েরবাড়ী গ্রামের নয়া মিয়ার ছেলে এনছার আলীর আমন্ত্রণে তার বাড়ি আসেন ঐ গৃহবধূ। ঐ দিন রাতে স্ত্রীর সহায়তায় এনছার আলী ও মিঠু মিয়াসহ চারজন মেয়েটিকে ধর্ষণ করে। পরে মেয়েটি পালিয়ে পীরগঞ্জের ধনাশালা গ্রামের আমির উদ্দিনের ছেলে এন্তাজ আলীর বাড়িতে আশ্রয় নিলে সেখানে এন্তাজ আলীও তাকে ধর্ষণ করে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হরেন্দ্র নাথ গোস্বামী বলেন, গণধর্ষণের কারণে মেয়েটির প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে। এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। সুস্থ হওয়ার পর তার ডাক্তারি পরীক্ষা করা হবে।
ওসি রেজাউল আরও জানান, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে।