পাবনায় গৃহবধূর মরদেহ রেখে পালিয়েছে স্বজনরা
প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪১
পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিতু খাতুন (২৫) নামে এক গৃহবধূর মরদেহ ফেলে পালিয়ে গেছে স্বজনরা। মৃত মিতু খাতুন উপজেলার মুলগ্রাম ইউনিয়নের খতবাড়ি গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী। তবে তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
১৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে মোটরসাইকেলযোগে ওই গৃহবধূকে মৃত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে স্বজনরা। রোগীকে নিয়ে চিকিৎসকরা ব্যস্ত হয়ে পড়লে এক সুযোগে পালিয়ে জ্যায় স্বজনরা।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. স ম বায়েজিদ উল ইসলাম জানান, কে বা কারা গৃহবধূকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে এসে পালিয়ে যায়। নারীর গলায় ও পায়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) তাপস কুমার পাল জানান, মরদেহ উদ্ধার করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। বিস্তারিত এই মুহুর্তে বলা যাচ্ছে না