নারীদের সংরক্ষিত আসন ৩৩ শতাংশের সুপারিশ

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৩:২৯

অনলাইন ডেস্ক

সংসদে নারীদের সংরক্ষিত আসন ৩৩ শতাংশের সুপারিশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। 

১৭ সেপ্টেম্বর (সোমবার) রাজধানীর মাইডাস সেন্টারে টিআইবি আয়োজিত ‘রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহার: সুশাসন ও শুদ্ধাচার’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ সুপারিশ করা হয়।

একইসঙ্গে সংরক্ষিত এসব আসনে সরাসরি নির্বাচনেরও সুপারিশ করেছে সংগঠনটি।