‘এসডিজি অর্জনে সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ’

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৩৭

জাগরণীয়া ডেস্ক

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সংসদ সদস্যরা যুব উন্নয়ন, মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধ ও বাল্যবিয়ে  রোধে কার্যকর ভূমিকা রাখছেন যা তৃণমূলে প্রশংসিত ও সমাদৃত হয়েছে- বললেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

১৪ সেপ্টেম্বর (শুক্রবার) হবিগঞ্জের বাহুবলে দ্য প্যালেস রিসোর্টে জাতীয় সংসদ সচিবালয় ও ইউএনডিপি বাংলাদেশ এর যৌথ উদ্যোগে আয়োজিত এক ‘​রোল অব এমপি'স ইন মনিটরিং অ্যান্ড ইমপ্লেমেটিং এসডিজিএস’​ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এসডিজি বাস্তবায়নে বাংলাদেশ সঠিক পথেই রয়েছে। এসডিজি’র লক্ষ্যগুলো সংসদ সদস্যদের যথাযথ অবহিত করার জন্য জাতীয় সংসদ পদক্ষেপ নিয়েছে। জাতীয় সংসদ মন্ত্রণালয়ের কাজে আরও বেশি স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করতে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন,  নিজস্ব অর্থায়নে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ল্যাকটেটিং মাদার সহায়তার ন্যায় নানামূখি পদক্ষেপ গ্রহণ করেছে –যা এসডিজি অর্জনে সহায়ক অনুসংগ হিসেবে কাজ করছে। 

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় সবাইকে এক সঙ্গে কাজ করার আহবান জানিয়ে স্পিকার বলেন, ভিশন-২০২১, ডিজিটাল বাংলাদেশ এ সব অর্জন বাংলাদেশকে শক্ত অর্থনৈতিক ভিত্তির উপর সুপ্রতিষ্ঠিত করেছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। এজন্য সবাইকে একসাথে কাজ করতে হবে।

আলোচনা শেষে স্পিকার কর্মশালার শুভ উদ্বোধন করেন। দু্ইদিন ব্যাপী এ কর্মশালায় ৩০ জন সংসদ সদস্য অংশ নিচ্ছেন।

উল্লেখ্য, ইউএন আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পো এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, স্বাগত সম্ভাষন জানান জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ এমপি, স্বাগত বক্তব্য রাখেন ইউএনডিপি’র কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জী, অনুষ্ঠানে ইউএনডিপির কনসালটেন্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউএনডিপি নিউইয়র্ক টিম লিডার মি. চার্লস স্যাভেল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত