বেনাপোলে অস্ত্রসহ নারী আটক

প্রকাশ | ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৫১

অনলাইন ডেস্ক

যশোরের বেনাপোল সীমান্ত থেকে দুইটি হাত বোমা ও বিভিন্ন প্রকারের দেশীয় অস্ত্রসহ সেলিনা বেগম (৫০) নামে এক নারীকে আটক করা হয়েছে। আটক সেলিনা হত্যা, বিস্ফোরকসহ একাধিক সন্ত্রাসী মামলার আসামি আমিরুলের স্ত্রী। তিনি এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। 

৮ সেপ্টেম্বর (শনিবার) বিকেল ৪টার দিকে বেনাপোল সীমান্তের কাগজপুকুর গ্রাম থেকে তাকে আটক করে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।।

র‌্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আসামি আমিরুলের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা দৌঁড়ে পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া দিয়ে সেলিনা বেগমকে আটক করা হয়। পরে তার ঘর তল্লাশি করে দেশীয় তৈরী দুইটি হাত বোমা, দুইটি রামদা, দুইটি চাপাতি, দুইটি লোহার দা, একটি শাবল, একটি লোহার পাত, একটি ছুরি, একটি লোহার টেঁটা এবং একটি চাবুক উদ্ধার করা হয়।

যশোর র‌্যাব-৬ এর ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার সোহেল তাজ বিষয়টি নিশ্চিত করেছেন।