খুলনায় ট্রাক চাপায় গৃহবধূ নিহত
প্রকাশ | ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৩১
![](/assets/news_photos/2018/09/09/image-16780.jpg)
খুলনায় ট্রাকের চাপায় লিমা বেগম (২০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহত গৃহবধূ লিমা বাগেরহাট জেলার রামপাল উপজেলার উজলকুড়ের বাবুরহাট গ্রামের শাহাদাত হোসেনের স্ত্রী। তার বাবার বাড়ি খুলনার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা গ্রামে।
৮ সেপ্টেম্বর (শনিবার) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে মহানগরের দৌলতপুর নতুন রাস্তা মোড় সংলগ্ন খুলনা পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় লিমার কোল থেকে দুই বছরের মেয়ে পড়ে গেলেও অক্ষত রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই বছরের শিশু সন্তানকে নিয়ে বরিশালের রামপাল থেকে খুলনার গুলতলায় বাপের বাড়ি যাওয়ার পথে তাদের বহনকারী মাহিন্দ্রা খুলনা পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে একটি ট্রাক মাহিন্দ্রাকে ধাক্কা দেয়। এতে লিমা ছিটকে সড়কে পড়ে গেলে ট্রাকটি তাকে পিষ্ট করে চলে যায়। ঘটনাস্থলেই নিহত হন লিমা। তবে কোল থেকে তার দুই বছরের মেয়ে পড়ে গেলেও সে অক্ষত রয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ বলেন, নিহত লিমার মরদেহ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটিও আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক পলাতক