পল্লবীতে ট্যাংক বিস্ফোরণে দগ্ধ আরও ২ জনের মৃত্যু
প্রকাশ | ২৮ আগস্ট ২০১৮, ১২:৩৭
রাজধানীর পল্লবীতে পানির রিজার্ভ ট্যাংক বিস্ফোরণে দগ্ধ নয়জনের মধ্যে আরও দু’জনের মৃত্যু হয়েছে। এ দু’জন হলেন লাবনী (১৮) ও তার শাশুড়ী বেদানা বেগম (৫০)।
২৭ আগস্ট (সোমবার) রাত পৌনে ৮টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়। এ নিয়ে বিস্ফোরণের ঘটনাটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ০৫। ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল রাতে লাবনী-বেদানার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৫ আগস্ট বিকেলে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মিলি নামে এক শিশু। ২৬ আগস্ট সকালে মারা যান সুরত আলী নামে এক ব্যক্তি, আর সন্ধ্যায় মারা যান তার মেয়ে আলেয়া (৩০)। নিহত বেদানা হলেন সুরতের স্ত্রী, আর লাবনী তাদের ছেলের বউ। দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন বাকি চারজন হলেন সুরতের ছেলে রাব্বি (২১), বাড়ির মালিক মোশারফ হোসেন (৪৫), তার ছেলে জিসান (১৮) ও আত্মীয় আউয়াল হেসেন বাবু (৩২)।
গত ২১ আগস্ট রাতে রাজধানীর মিরপুর-১২ নম্বর সেকশনের পল্লবী থানার ই-ব্লকের লাইন-৪ এলাকায় একটি বাড়ির নিচতলায় রিজার্ভ ট্যাংকটি বিস্ফোরিত হলে শিশুসহ দগ্ধ হন নয়জন।