মিরপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার
প্রকাশ | ২৬ আগস্ট ২০১৮, ০২:৩০
ঢাকার মিরপুরের পীরেরবাগ এলাকা থেকে তাহমিনা আক্তার রুবি (২০) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৫ আগস্ট (শনিবার) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
জানাগেছে, গত আড়াই মাস আগে চট্টগ্রামের মেয়ে রুবির সঙ্গে বগুড়ার মাসুদ মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে রুবি স্বামীর সঙ্গে মিরপুর এলাকার দক্ষিণ পীরেরবাগের একটি বাড়ির নিচ তলায় ভাড়া থাকতেন।
মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অজিত কুমার রায় জানান, সংবাদ পেয়ে পুলিশ রুবির মরদেহ উদ্ধার করে। তার গলায় ও শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গৃহবধূর স্বামী মাসুদ পুলিশকে জানিয়েছেন, তার স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছেন। তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ চলছে বলেও জানান পুলিশের এই কর্তকর্তা।