কলাপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধূর মৃত্যু
প্রকাশ | ২৫ আগস্ট ২০১৮, ১৫:৪৯
পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় তাসলিমা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তাসলিমা বেগম আমতলী উপজেলার আমরাগাছিয়া গ্রামের ইদ্রিস মুন্সির স্ত্রী।
২৪ আগস্ট (শুক্রবার) সন্ধ্যা ৭টার দিকে কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কের তুলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বজন ও পুলিশ জানায়, ভাইয়ের মোটরসাইকেলযোগ কুয়াকাটা থেকে বাড়ি ফিরছিলেন তসলিমা। এসময় তিনি কোমরে ব্যথা অনুভব করলে ভাইকে মোটরসাইকেল থামাতে বলে। মোটরসাইকেল থেকে নেমে তিনি রাস্তায় পায়চারি করার এক পর্যায়ে হঠাৎ অপর একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আলী আহম্মেদ জানান, দুর্ঘটনার খবর শুনে হাসপাতালে যায় পুলিশের সদস্যরা। সেখানে পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।