জয়পুরহাটে গৃহবধূ হত্যা, স্বামীসহ গ্রেপ্তার ০৩

প্রকাশ | ২৪ আগস্ট ২০১৮, ১৭:২৫ | আপডেট: ২৪ আগস্ট ২০১৮, ১৮:৪৪

অনলাইন ডেস্ক

জয়পুরহাট সদর উপজেলায় গৃহবধূ চায়না বেগমকে হত্যার অভিযোগে স্বামীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৩ আগস্ট (বৃহস্পতিবার) বিকেলে উপজেলার হাতিগাড়া এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- গৃহবধূর স্বামী হাতিগাড়া গ্রামের বাসিন্দা মাহবুবুর আলমের ছেলে আশরাফুল আলম (৩২), আব্দুর রশিদ ও তার স্ত্রী তানজিলা আক্তার (৩৫)।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মমিনুল হক জানান, ২২ আগস্ট (বুধবার) সকালে সদর উপজেলার হাতিগাড়া গ্রামের রশিদের পুকুরে গোসল করার অপরাধে আশরাফুলের স্ত্রী চায়না বেগমকে মারধর করে পুকুরের মালিক রশিদ ও তার স্ত্রী তানজিলা এবং ছেলে তামিম। শারীরিকভাবে আহত চায়না বাড়িতে ফিরে তার স্বামী আশরাফুলকে বিষয়টি জানালে স্বামী পুকুরের মালিকের পক্ষ নিয়ে তাকে আবার মারধর করেন। এতে চায়না অচেতন হয়ে পড়লে আশরাফুল তার স্ত্রীকে দ্রুত জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে ২২ আগস্ট (বুধবার) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় চায়নার মৃত্যু হয়।

এ ঘটনায় চায়নার ভাই হাবিবুর রহমান বাদী হয়ে সদর থানায় মামলা করলে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেন।