শিশু পরিবারে ঈদ কাটালেন নীলফামারী জেলা প্রশাসক
প্রকাশ | ২৩ আগস্ট ২০১৮, ১৪:০১ | আপডেট: ২৩ আগস্ট ২০১৮, ১৪:০৯
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জেলা সরকারি শিশু পরিবারের এতিমদের সাথে খাবার খেয়ে ঈদ কাটালেন নীলফামারী জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন।
ঈদের দিন ২২ আগস্ট (বুধবার) দুপুরে ঈদের আনন্দ এতিমদের মধ্যে ছড়িয়ে দিতে তিনি তাদের সঙ্গে খাবার খান।
এ প্রসঙ্গে নীলফামারী জেলা প্রশাসক নাজিয়া শিরিন জানান, এসব ছেলেমেয়েরা আমার সন্তানতুল্য। ঈদে সন্তানদের সময় দেয়াটা সকল মা বাবার কর্তব্য। তাদের খোঁজ নেওয়াটা দায়িত্বের মধ্যেই পড়ে।
এছাড়া তিনি ঈদের দিন নীলফামারির সরকারি শিশু সদন, কারাগার, হাসপাতাল এবং ভবঘুরে প্রতিষ্ঠানগুলোতে খাবার পরিবেশন করেন।
এসময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন ভুইয়া, নীলফামারী কারাগারের জেলার সফিকুল আলম, সার্ক চেম্বারের সদস্য ইঞ্জিনিয়ার এসএম সফিকুল আলম ডাবলু, আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. আসাদ আলম প্রমুখ।