বেনাপোলে ৩০ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
প্রকাশ | ১৯ আগস্ট ২০১৮, ১২:৫৮
অনলাইন ডেস্ক
যশোরের বেনাপোল সীমান্ত পথে পাচারের সময় প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ৫৪০ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
১৯ আগস্ট (রবিবার) সকাল ৭টায় বেনাপোল সীমান্তের শিকড়ি মাঠে চোরাচালানীদের ধাওয়া করে এসব শাড়ি জব্দ করা হয়। তবে পাচারকারী কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে শিকড়ি মাঠে অভিযান চালায় বিজিবি। এ সময় টের পেয়ে চোরাচালানীরা কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তার মধ্য থেকে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ৫৪০ পিস শাড়ি পাওয়া যায়।
বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার হারাধন জানান, জব্দকৃত কাপড় কাস্টমস শাখায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।