আশুগঞ্জে বাসচাপায় ০১ জন নিহত
প্রকাশ | ১৮ আগস্ট ২০১৮, ২০:১৫
অনলাইন ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাসচাপায় শাহিদা বেগম (৪৫) নামে একজন নিহত হয়েছেন।
১৮ আগস্ট (শনিবার) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার সোহাগপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শাহিদা ওই উপজেলার বাহাদুরপুর এলাকার বাদল মিয়ার স্ত্রী।
ব্রাহ্মণবাড়িয়ার খাটিহাতা বিশ্বরোড হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসেন সরকার জানান, দুপুরে উপজেলার সোহাগপুর বাসস্ট্যান্ড এলাকায় শাহিদা নামে ওই নারী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকাগামী রয়েল পরিবহনের যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।