যৌতুকের কারণে নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু

প্রকাশ | ১৬ আগস্ট ২০১৮, ১৩:৫২ | আপডেট: ১৬ আগস্ট ২০১৮, ১৪:০৮

অনলাইন ডেস্ক

লক্ষ্মীপুরের রামগঞ্জে যৌতুকের টাকার জন্য নির্যাতনের শিকার মৌসুমি আক্তার নামে এক গৃহবধূ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

১৫ আগস্ট (বুধবার) রাত ১২টায় ঢাকা মেডিকেল হাসপাতালে ওই গৃহবধূর মৃত্যু হয়।

গৃহবধূর বাবা ছিদ্দিক মিয়া জানান, মৌসুমিকে গত দু’বছর আগে ইমাম হোসেন বিয়ে করেন। তার এক বছরের একটি শিশুপুত্র রয়েছে। বিয়ের পর থেকেই যৌতুকের টাকার জন্য নানাভাবে অত্যাচার করতো ইমাম হোসেন। গত ৩ আগস্ট যৌতুকের টাকা না দেয়ায় মৌসুমিকে স্টিলের টর্চ লাইট দিয়ে মাথায় একাধিকবার আঘাত করেন। ওই সময়ে মৌসুমির মাথা ফেটে রক্ত ক্ষরণ হয়ে অজ্ঞান হয়ে পড়ে।

পরে শ্বশুর আবুল কালাম, স্বামী ইমাম হোসেন মৌসুমিকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করে ঘাতক স্বামী ইমাম হোসেন  পালিয়ে যান।

ঢাকা মেডিকেল হাসপাতালে মৌসুমিকে ভর্তি সংবাদ পেয়ে তার স্বজনেরা পরে মেডিকেলে গিয়ে উপস্থিত হন। কিন্তু চিকিৎসার ১২ দিনের মধ্যে তিনি মারা যান। জানা গেছে, মৌসুমির চিকিৎসাধীন অবস্থায় তার শ্বশুর আবুল কালামকে একাধিকবার চেয়ারম্যান, মেম্বার মাধ্যমে অনুরোধ করার পরও মৌসুমিকে চিকিৎসা খরচ কিংবা দেখতে যায়নি।

এ বিষয়ে রামগঞ্জ থানার ওসি তোতা মিয়া জানান, এ বিষয়ে নিহতের পিতা বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।