গাইবান্ধায় বাস-ট্রাক সংঘর্ষে নারীর মৃত্যু

প্রকাশ | ১১ আগস্ট ২০১৮, ২০:৩৯

অনলাইন ডেস্ক

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চক সিংহডাঙ্গা এলা্কায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শাবানা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। নিহত শাবানা বেগম চকসিংহডাঙ্গা গ্রামের আবদুস সালামের স্ত্রী। এ ঘটনায় আরো ২৫ জন বাসযাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় দুই চালকের অবস্থায় আশস্কাজনক।

১১ আগস্ট (শনিবার) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, ঐ এলাকায় শনিবার বিকেলে গাইবান্ধা থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি বাসের সঙ্গে রংপুরগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাবানা বেগমের ওপর ট্রাকটি উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এছাড়াও বাসের প্রায় ২৫ জন যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান জানান, খাদে পড়া বাস-ট্রাক উদ্ধারে কাজ চলছে।