ভৈরবে চোর সন্দেহে ২ নারী আটক
প্রকাশ | ১১ আগস্ট ২০১৮, ১৮:৫৭
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় নবজাতক চোর সন্দেহে দুই নারীকে আটক করেছে পুলিশ। ১১ আগস্ট (শনিবার) দুপুরে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- নরসিংদী জেলার বেলাব উপজেলার ইব্রাহিমপুর গ্রামের আজিজ খানের মেয়ে পিয়ারা বেগম (৩৮) ও তার স্ত্রী হোসনে আরা বেগম (৬০)।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ৯ আগস্ট (বৃহস্পতিবার) ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেঘলা বেগম নামে এক গৃহবধূর নবজাতক শিশুর জন্ম হয়। ১১ আগস্ট (শনিবার) দুপুরে নবজাতকের মায়ের বেডের সামনে বার বার ঘুরাঘুরি করতে থাকেন পিয়ারা ও হোসনে আরা নামে ওই দুই নারী। এনিয়ে নবজাতক চুরির সন্দেহে তাদের আটক করা হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টি ভৈরব থানাকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই নারীকে আটক করে থানায় নিয়ে যায়।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নবজাতক চুরি সন্দেহে আটক দুই নারীকে থানায় জিজ্ঞাসাবাদ চলছে।