বেনাপোলে মাদকসহ দুই নারী আটক
প্রকাশ | ০৭ আগস্ট ২০১৮, ১২:২৯
বেনাপোলে সীমান্তে ৯৮ বোতল ফেনসিডিল ও ৪৯৮ পিস ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আটকরা হলেন-বেনাপোল পোর্টথানার উভয়বাস গ্রামের আবুল হোসের স্ত্রী ছালমা বেগম (৫০) ও যশোর কলনি চাঁচড়া এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী বেবি (৫৫)।
৬ আগস্ট (সোমবার) উপজেলার শেতাই রসুলপুর এলাকা থেকে তাদের আটক হয় করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল সীমান্ত অভিযান চালিয়ে ৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৪৯৮ পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় ২ নারীকে আটক করা হয়।
খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ সোহেল আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানায় সোপর্দ করা হয়েছে।